হোম > জাতীয়

পদ্মা সেতুতে যানবাহন চলবে ৩০ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ৩০ জুন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। পদ্মা সেতু চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত সোমবার দীর্ঘ বৈঠকের ফলাফলের পরিপ্রেক্ষিতেই এ তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী ও প্রকল্পসংশ্লিষ্টরা এত দিন বলে আসছিলেন আগামী জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তবে এই প্রথম নির্দিষ্ট তারিখ জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

আনোয়ারুল ইসলাম জানান, পদ্মা সেতু চালুর বিষয়ে গত সোমবার একটি দীর্ঘ বৈঠক হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনা মহামারির কারণে এক দিনও পদ্মা সেতু ও চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নির্মাণকাজ বন্ধ ছিল না। একটি সুরক্ষাব্যবস্থা বা বায়োবাবল তৈরি করা হয়েছিল। তাঁর মধ্যে কাজ চলেছে। বর্তমানে পদ্মা সেতুতে চলছে পিচ ঢালাই আর বাতির খুঁটি বসানোর কাজ। উদ্বোধনের জন্য রং আর আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে। এ কাজ দ্রুত শেষ করা হবে।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

পদ্মা সেতুর মূল অংশ অর্থাৎ নদীর অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে দুই পারে আরও প্রায় চার কিলোমিটার আছে ভায়াডাক্ট। সব মিলিয়ে সেতুটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। 

দ্বিতলবিশিষ্ট সেতুর স্টিলের স্প্যানের ওপর দিয়ে চলবে যানবাহন। এই পথটি ২২ মিটার চওড়া, চার লেনের। মাঝখানে আছে বিভাজক। স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন। সেতুতে একটি রেললাইনই বসানো হবে। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা