বাসস, ঢাকা
বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
আজ বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন। ইসলামের জন্মস্থান সৌদি আরব এবং দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনা আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন।’
সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং ঢাকার সঙ্গে তাদের ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি প্রধানমন্ত্রীকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ শুভেচ্ছাও জানান।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী রোমান আবি আহমেদ আলি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।