Ajker Patrika
হোম > জাতীয়

নিরাপত্তার কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নিরাপত্তার কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন

লেবাননে ইসরায়েলের হামলায় রাজধানী বৈরুতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

উপদেষ্টা জানান, বাংলাদেশের কূটনীতিকেরা অন্যত্র একটি ছোট ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দূতাবাসে যাঁদের কাজ আছে তাঁদের সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। 

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইওএম–এর (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী আছেন। 

উপদেষ্টা বলেন, লেবানন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরকার সতর্ক আছে। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্র চালু করা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে। 

প্রবাসী কর্মীদের অনেকে আসতে চান না, এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অনেকে অনেক খরচ করে সেখানে গেছেন। দেশে ফিরে কী করবেন, এমন ভাবনা থেকে অনেকেরই আসার ব্যাপারে অনীহা আছে।

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা