হোম > জাতীয়

নিরাপত্তার কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

লেবাননে ইসরায়েলের হামলায় রাজধানী বৈরুতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

উপদেষ্টা জানান, বাংলাদেশের কূটনীতিকেরা অন্যত্র একটি ছোট ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দূতাবাসে যাঁদের কাজ আছে তাঁদের সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। 

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইওএম–এর (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী আছেন। 

উপদেষ্টা বলেন, লেবানন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরকার সতর্ক আছে। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্র চালু করা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে। 

প্রবাসী কর্মীদের অনেকে আসতে চান না, এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অনেকে অনেক খরচ করে সেখানে গেছেন। দেশে ফিরে কী করবেন, এমন ভাবনা থেকে অনেকেরই আসার ব্যাপারে অনীহা আছে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ