হোম > জাতীয়

সচিবালয় থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

বঙ্গভবনের দরবার হলের পর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। গত রোববার নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখা যায়। ওই দিনই দরবার হল থেকে ছবিটি সরানো হয়।

এরপর গত সোম-মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি নেই। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানান।

অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সোমবার সচিবালয়ে যান। এই উপদেষ্টা আসার আগেই তাঁর দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের সরিয়ে ফেলা হয়।

একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর পর সচিবালয়ের যেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি ছিল, তার সবগুলো সরিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘আগের সরকারের সময় প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর অনেক দপ্তর ফাঁকা পড়ে ছিল। সেসব কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো ছিল। বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি দেখার পর সরকারে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে।’

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

হজযাত্রীদের সঙ্গে চুক্তি করছে না এজেন্সিগুলো

বেশি দামে কেনা নেপালের বিদ্যুতেও ভারতনির্ভরতা

সেকশন