নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ডেমরার সানারপাড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের স্বজন খোরশেদ আলম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত পাঁচ আগস্ট ডেমরা সানারপাড় মেইন রোডে ছাত্র জনতার মিছিলে যোগদান করেন সানারপাড় এলাকার যুবক মিরাজ হোসেন। মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে মারাত্মক আহত হন মিরাজ হোসেন। তাকে জরুরি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে মিরাজ হোসেনকে।