Ajker Patrika
হোম > জাতীয়

বাংলাদেশের আগে ‘ডিজিটাল’ শব্দ ব্যবহারের সাহস কেউ দেখায়নি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আগে ‘ডিজিটাল’ শব্দ ব্যবহারের সাহস কেউ দেখায়নি: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটালাইজেশনে বাংলাদেশ উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশের নামের আগে যখন ডিজিটাল শব্দটা যুক্ত করা হয় তখন পৃথিবীতে আর কোন দেশ তাদের নামের আগে ডিজিটাল শব্দটা যুক্ত করার সাহস দেখায়নি।’ 

আজ বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী প্রযুক্তি পণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমাদের এক বছর পরে ব্রিটেন তাদের নামের আগে ডিজিটাল শব্দ যুক্ত করেছে। এ ছাড়া ছয় বছর পরে ভারত এবং ২০১৯ সালে পাকিস্তান ডিজিটাল পাকিস্তান কর্মসূচি ঘোষণা করে।’ 

ডিজিটাল বাংলাদেশ অনেক কাজই সহজ করে দিয়েছে উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, করোনাকালে কোন কিছুই আমরা স্থবির হতে দেয়নি। ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সচল রেখেছি। কারণ দেশে এখন ১৩ কোটি ইন্টারনেট কানেকটিভিটি আছে। আগামী ২০২২ সালের মধ্যে গ্রামাঞ্চলেও পৌঁছে যাবে ফাইভ জি। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন চুক্তি স্বাক্ষর করেছে, যা ২০২৪ সালের মধ্যে ব্যবহার করা যাবে। দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইটও উৎক্ষেপণ হবে শিগগিরই। 

দেশের ৯৮ শতাংশ ভূখণ্ড দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় এসেছে জানিয়ে মোস্তফা জব্বার বলেন, বর্তমানে সারা দেশে ১৭ কোটির ওপরে মোবাইল ব্যবহারকারী আছে। দেশে মোবাইলের চাহিদার ৭০ শতাংশ এখন দেশেই তৈরি হয়। আমেরিকাসহ বিশ্বের বেশ কিছু দেশে এখন আমরা মোবাইল ও কম্পিউটার রপ্তানি করি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, চলতি মাসের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে ৫ জি উদ্বোধন করা হবে। বর্তমান সরকারের আমলে হাওর, বাঁওর, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এক দেশ এক রেটের আওতায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। আমাদের তথ্যপ্রযুক্তির সক্ষমতার মাধ্যমে করোনার সময় যখন সারা দেশ ও বিশ্ব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তখন আমরা সব এক করে রাখতে পেরেছিলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল, কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান, এস এম ওয়াহেদুজ্জামান, টোগি সার্ভিসের নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল মোল্লা, প্রযুক্তি পণ্য ব্যবসায়ী আব্দুল ফাত্তা প্রমুখ। 

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা