নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি অফিসগুলোর দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এই নির্দেশনা পাঠিয়েছে।
সেখানে বলা হয়, কোভিড-১৯–এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও কার্যক্রম চালু রয়েছে। সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া মানা।