Ajker Patrika
হোম > জাতীয়

বিশৃঙ্খল ব্যবস্থায় নির্বাচনে যাওয়া যাবে না: ড. হোসেন জিল্লুর

বিশৃঙ্খল ব্যবস্থায় নির্বাচনে যাওয়া যাবে না: ড. হোসেন জিল্লুর
ড. হোসেন জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

বিশৃঙ্খল ব্যবস্থায় নির্বাচনে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান । তিনি বলেছেন, ‘আমরা হারিয়ে যওয়া মেরুদণ্ড ফিরে পেয়েছি। এই মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে অনেক কাজ করতে হবে। পলাতকদের অপতৎপরতা, সিস্টেমের দুর্বলতা—এসব ট্যাকেল দেওয়ার সক্ষমতা রয়েছে কি না ভাবতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. হোসেন জিল্লুর বলেন, ‘অর্থনৈতিক কষ্ট গভীর হচ্ছে। অর্থনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা শুধু একটি দলকে বিতাড়িত করিনি, রাজনৈতিক একটি সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছি। চাঁদাবাজি, মামলাবাজি, দখলবাজি—এটাকে আমরা বাদ দিতে পারছি কি না। এটা নিয়েও একধরনের অনিশ্চয়তা রয়েছে। এটাকে পুরোপুরি বিদায় দেওয়া যাবে কি না—সেটাই বড় বিষয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, ‘সরকার শুরু থেকে ড্রাইভিং সিটে আমলাতন্ত্রকে বসানোর কারণেই আজ এই সংকটের মুখোমুখি হতে হয়েছে।’

জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ জন

স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারপতিদের অবমূল্যায়ন, বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত

এনআইডি ইস্যুতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে: সিইসি

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা

সংস্কার দ্রুত শেষ হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

অর্থ পাচার মামলায় আপিলে খালাস পেলেন তারেক-মামুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা