নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, ফরহাদ আহাম্মদ খান গত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন।
এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তা রিসিভ করেননি ফরহাদ আহাম্মদ খান।
অন্যদিকে ফরহাদ হোসেনকে ওএসডি করার কারণ হিসেবে জানা যায়, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকটি এনআইডি সংশোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর অজ্ঞাতে কীভাবে তা সংশোধন হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে ফোন কল করলে ফরহাদ হোসেন সাড়া দেননি।