হোম > জাতীয়

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

বিজ্ঞপ্তি

আজ বুধবার (২২ জানুয়ারি) বাহিনীর চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার (টিডিপি)-ভিডিপি বাহিনীর প্রতিটি কর্মপরিকল্পনা ও চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি ও মানুষের স্বার্থে।

তিনি আরও বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা অন্ধ অনুকরণে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির ন্যায্যতা।

আজ বুধবার (২২ জানুয়ারি) বাহিনীর চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তর ভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দীর্ঘদিনের বৈষম্য দূর করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাদের মাঝে ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারাদেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশানসহ অন্যান্য বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রসমূহ সমাধানের প্রক্রিয়া শীঘ্রই দৃশ্যমান করার আশা ব্যক্ত করেন।

ভিডিপি-টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। আনসার ও ভিডিপি সদস্যদের যার যার নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গন্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি বাহিনী প্রধান গুরুত্বারোপ করেন।

এ সময় ডিজি চট্টগ্রাম জেলার অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাদের মাঝে ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। ছবি: সংগৃহীত

মৌলিক চাহিদা পূরণে সকল পর্যায়ের কমান্ডারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধার বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজেদের ভূমিকা পর্যালোচনার সময় এসেছে। অধীনস্থদের কষ্টার্জিত বেতন, ভাতা ছুটি ও রেশন এর বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ভিডিপি সদস্যদেরকে অবশ্যই দেশ গড়ার ও জনগণের সেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের নিরাপত্তার যে কাঠামোগুলো রয়েছে সেখানে অবদান রাখতে হবে। সামাজিক নিরাপত্তা উন্নয়নে অবদান রাখার মাধ্যমে এ বাহিনীর যোগ্য প্রতিনিধি হিসেবে স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সীমান্তের চলমান পরিস্থিতিসহ দেশের যে কোন প্রান্তের সামাজিক নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের সাহায্যকারীর ভূমিকায় সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কর্মপরিকল্পনা সন্দেহাতীতভাবে আর্থ-সামাজিক পরিমন্ডলে সুফল বয়ে আনার পথকে সুগম করবে।

অনুষ্ঠানে ড. মোঃ সাইফুর রহমান, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন পদবীর ৮০০ জন সর্বস্তরের আনসার ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ