Ajker Patrika
হোম > জাতীয়

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সহস্রাধিক কর্মীকে দেশে ফেরানোর প্রস্তুতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সহস্রাধিক কর্মীকে দেশে ফেরানোর প্রস্তুতি

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবানন থেকে প্রাথমিকভাবে সহস্রাধিক কর্মীকে দেশে ফেরানোর প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। তাঁদের আনার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে ইতিমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) বলা হয়েছে।

লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, লেবানন থেকে যাঁরা ফিরতে চান, তাঁদের তালিকা করতে বলা হয়েছে। আর আইওএমকে অনুরোধ করা হয়েছে, ফ্লাইটের ব্যবস্থা করতে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, বৈরুত বিমানবন্দর থেকে উড়োজাহাজ ওড়া এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় যাঁরা ফিরতে চান, তাঁদের জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে। আর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বলা হয়েছে, যুদ্ধের অঞ্চল ছেড়ে আরেকটু উত্তরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে। 

ইসরায়েলের হামলার শিকার হয়ে বাংলাদেশের কয়েকজন কর্মী আহত হয়েছেন, এমন তথ্য দিয়ে এক কূটনীতিক জানান, তাঁদের সংখ্যা ৫ / ৭ জনের বেশি নয়। 

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, লেবানন প্রবাসী বেশির ভাগ কর্মী এখনই দেশটি ছাড়তে চাচ্ছেন না। এ কারণে যাঁরা ফিরতে চান, তাঁদের সংখ্যা ১ থেকে ২ হাজারে সীমিত থাকতে পারে। 

সরকারি এক কর্মকর্তা জানান, বৈরুত বিমানবন্দর ব্যবহারে ঝুঁকি থাকায় দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে জাহাজে কাছাকাছি অন্য কোনো দেশে নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে তাঁদের সৌদি আরব ও ওমানসহ আশপাশের দেশের সমুদ্রবন্দরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আকাশপথে তাঁদের ঢাকায় আনা হতে পারে।

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা