কৃষি ব্যবসায় বাজার সংযোগ, তথ্য ব্যবস্থাপনা ও গ্রুপভিত্তিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলাসহ বিভিন্ন নির্দেশনা যুক্ত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় কৃষি বিপণন নীতি ২০২২ এর খসড়া অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান।
তিনি বলেন, জাতীয় কৃষি বিপণন নীতিতে কৃষি ব্যবসায় বাজার সংযোগ, তথ্য ব্যবস্থাপনা ও গ্রুপভিত্তিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলাসহ বিভিন্ন নির্দেশনা রয়েছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য ব্যবহারে করতে নির্দেশনাও রয়েছে।
মাহবুব হোসেন আরও বলেন, ‘গ্রুপভিত্তিক বাজার ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মেট্রোরেল ব্যবহারের সবাইকে প্রচার-প্রচারণা করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।