হোম > জাতীয়

ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান ২০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে ৬ লাখ ৯০ হাজার আইটি ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁরা প্রায় ১৯০ কোটি মার্কিন ডলার আইসিটি খাত থেকে রপ্তানি আয় করে থাকেন। 

আজ সোমবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা, উপস্থানীয় কাগজপত্র এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। 

প্রতিমন্ত্রী জানান, এই আয় বাড়াতে দেশের প্রত্যেকটি উপজেলার উপজেলা কমপ্লেক্সের ৫ম তলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার করা হচ্ছে। সাশ্রয়ী করতে নতুন জায়গা না নিয়ে কমপ্লেক্স ভবনকে ভার্টিকাল এক্সটেনশন করে এই অত্যাধুনিক প্রশিক্ষণ, ইনকিউবেশন ও ইমপ্লয়মেন্ট সেন্টারটি তৈরি সম্পন্ন হবে। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এগুলোর নির্মাণ কাজ শেষ হবে। সেখান থেকে হাজার হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

প্রতিমন্ত্রী আরও জানান, দেশে যেসব মোবাইল ফোন বিক্রি হয়, তার ৯৫ শতাংশ এখানে তৈরি হয়। 

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর (হবিগঞ্জ-১) সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যপ্রযুক্তি (ডাক ও টেলিযোগাযোগ) প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে। আইটিতে কাজ করছে ৬ লাখ ৯০ হাজার যুবক। এরা প্রতি বছর ১৯০ মার্কিন ডলায় আয় করছেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ