দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ও বাণিজ্য জোরদারসহ বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাবও আলোচনায় আসতে পারে ধারণা কূটনীতিকদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন যাবেন অস্ট্রেলিয়ার এই মন্ত্রী। ১৯৯৭ সালের পর এটাই অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ পর্যায়ের সফর।
পেনি ওং মালয়েশিয়ার সাবাহ প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে মাত্র ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া যান।