Ajker Patrika
হোম > জাতীয়

অবশেষে নিয়োগ পেলেন সেই ৪ হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে নিয়োগ পেলেন সেই ৪ হাজার চিকিৎসক

দফায় দফায় পেছানোর পর অবশেষে নিয়োগ পেলেন ৪২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ পাওয়া প্রায় ৪ হাজার চিকিৎসক। আজ মঙ্গলবার জনপ্রশাসন বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

একই সঙ্গে চলতি মাসের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালে ৪২ তম বিশেষ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশক্রমে ৩ হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগ প্রদান করা হলো। 

করোনা মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে গত বছরের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হোন ৬ হাজার ২২ জন। 

পরে ৫ মে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে পিএসসি জানায়, ৪২ তম বিএসএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। কিন্তু করোনা মহামারিকে কেন্দ্র করে কয়েক দফা পরীক্ষার সময় পেছানো হয়। 

পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে অনুমতি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেই আলোকে এই ৪ হাজার চিকিৎসককে নিয়োগ দিল সরকার।

নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা:

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু