হোম > জাতীয়

থার্টি ফার্স্ট নাইটে শব্দদূষণের প্রতিকার চেয়ে ৯৯৯ নম্বরে সহস্রাধিক কল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৭

ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে থার্টি ফার্স্ট নাইটে উচ্চশব্দে গান–বাজনা, হৈ–হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল এসেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গ্রহণ করা হয়েছে।

প্রতিটি ক্ষেত্রে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’– এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা–পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।

অপরদিকে ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়।

তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নি–নির্বাপক দল রওনা দিলেও তাঁরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুমের অভিযোগ: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে ভুয়া নাম-ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেপাটাইটিস রোধে সাড়ে ১২ কোটি টাকা দিল ইইউ