নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাহী আদেশের মাধ্যমেই নিষিদ্ধ করা হবে। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক আছে, সেখানে কোন প্রক্রিয়ায় জামায়াতকে নিষিদ্ধ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন একটা ব্যবস্থা নেওয়ার জন্য। সে অনুযায়ী আজকে বিকেলে বৈঠকে কী প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’