পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও আছেন। তাঁদের বহনকারী হেলিকপ্টার শিগগিরই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ কথা বলা হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লিতেই থাকতে পারেন অথবা লন্ডনেও যেতে পারেন।
শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার দিল্লির গাজিয়াবাদে অবস্থিত হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে। সেখানে তাঁকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা স্বাগত জানান।
এর আগে, আজ সোমবার সকালে পদত্যাগ করে দেশ ছড়েন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। আজ সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টারে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তাঁরা। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।
এএফপির খবরে বলা হয়, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল। তাদের অনেকেই বিজয়োল্লাসে মেতে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছে।