Ajker Patrika
হোম > জাতীয়

সোমবার আসছে মডার্নার আরও ৩০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার আসছে মডার্নার আরও ৩০ লাখ টিকা

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে তৃতীয় দফায় আরও ৩০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জুলাই) ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইট করে এ তথ্য জানিয়েছেন।

যদিও হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ৩৫ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছে।

আগামীকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে টিকাগুলো বাংলাদেশে পাঠানো হবে। সে অনুযায়ী পরদিন সোমবার টিকাগুলো দেশে পৌঁছবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে দুই দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ টিকা পাঠিয়েছে কোভ্যাক্স; যা বর্তমানে দেশের বিভাগীয় ও সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা পেয়েছেন কেবলমাত্র সৌদি ও কুয়েতপ্রবাসীরা।
 
এদিকে কেনা দেড় কোটি টিকার দ্বিতীয় চালান আসছে আজ। তবে দুই ধাপে ১০ লাখ করে আসবে এই টিকা। প্রথম ধাপের ১০ লাখ টিকা শনিবার রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকা গ্রহণ করবেন। বাকি টিকা আসবে একই দিন দিবাগত রাত ৩টার দিকে।

এ ছাড়া উপহার হিসেবে দেশটি থেকে আরও ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়েন নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তবে কবে নাগাদ সেগুলো আসতে পারে তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রয় চুক্তির ২০ লাখ টিকা পাঠিয়েছে চীন; যা দেশের সব জেলা ও উপজেলায় দেওয়া হচ্ছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের ছাড়াও সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছেন।

চীনের উপহার ও কেনা মিলে ৩১ লাখ ছাড়াও এখন কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ৩৩ লাখ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

এদিকে আগামী সপ্তাহখানেকের মধ্যে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ টিকা আসার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়; যা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের টিকা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের।

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদক পেলেন সেনাপ্রধান

ভ্রমণ কর জালিয়াতি, বেনাপোল বন্দরে আটক ৬ ভারতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন হচ্ছে: শ্রম উপদেষ্টা

এবার স্বাধীনতা পদক পাচ্ছেন যারা

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু