হোম > জাতীয়

দুর্নীতিমুক্ত খাদ্য বিভাগের দাবিতে রাজধানীতে কর্মকর্তাদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মেগা প্রকল্পসহ খাদ্য বিভাগের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী খাদ্য অধিদপ্তর নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রোববার রাজধানীর খাদ্য ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা সমিতির নেতা উত্তম কুমার রায়, আনোয়ার হোসেন হিটলার, লোকমান হাকিম প্রমুখ।

ঐক্য পরিষদ নেতাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদ খাদ্য ক্যাডারে ক্যাডারভুক্ত করতে হবে; খাদ্য পরিদর্শক ও সাইলো সুপারভাইজারদের প্রথম গ্রেড এবং অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীত করতে হবে; পাশাপাশি আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদের আপগ্রেড করতে হবে; এ ছাড়া বিদ্যমান বদলি নীতিমালা সংশোধন ও দলীয় বিবেচনায় নীতিমালা বহির্ভূত বদলি বাতিল করতে হবে; 

দাবিতে আরও বলা হয়, নিয়োগবিধি সংশোধন করে আউটসোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোটা ও ফিডার পদের চাকরিকালীন বৈষম্য নিরসন করতে হবে; খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের রেশনের আওতায় আনতে হবে; ত্রাণ মন্ত্রণালয়কে দেওয়া তেজগাঁও সিএসডির জায়গা খাদ্য বিভাগকে ফেরত নিতে হবে; সাবেক মন্ত্রীর গম কেলেঙ্কারির তদন্ত এবং অপ্রয়োজনীয় জিটুজির পরিবর্তে প্রতিযোগিতামূলক দরে খাদ্যশস্য কিনতে হবে; এ ছাড়া পুষ্টি চালের মিশ্রণ ও পরিবহনের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধ করতে হবে।

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

হজযাত্রীদের সঙ্গে চুক্তি করছে না এজেন্সিগুলো

বেশি দামে কেনা নেপালের বিদ্যুতেও ভারতনির্ভরতা

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সেকশন