হোম > জাতীয়

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ০৬
ছবি: সংগৃহীত

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ আগামী ৩০ জুন শেষ হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে, তা অন্তর্ভুক্ত করে আগামী বছরের ২ জানুয়ারি হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের ২ মার্চ।

বছর শেষে ভোটার হওয়ার যোগ্যদের তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

বিদ্রোহ নয়, এটি ছিল কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

পৌরসভা বিলুপ্তির কথাভাবছে সংস্কার কমিশন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ