হোম > জাতীয়

মালদ্বীপের জন্য আবার অন-অ্যারাইভাল ভিসা চালু করছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে আগে থেকে ভিসা করার প্রয়োজন পড়বে না আর। দেশটির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা আবার চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এই ঘোষণা দেন। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ দ্বিপক্ষীয় বৈঠক করেন। 

সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালদ্বীপের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু এবং বাংলাদেশে পড়াশোনা করা দেশটির শিক্ষার্থীদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানান। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অন-অ্যারাইভাল ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে। 

কোভিড-১৯ পরিস্থিতির কারণে মালদ্বীপসহ সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশের দেওয়া অন-অ্যারাইভাল ভিসা সুবিধা গত বছরের মার্চে রদ করা হয়। এখন করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে, এই সুবিধা আবার চালুর সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী। 

যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগের উন্নয়নে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, মৎস্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ছয় দিনের সফরে মালদ্বীপ পৌঁছান। সফর শেষে আগামী সোমবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা