২০১২ সালে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বাংলাদেশের যে প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়িয়েছিল। প্রায় এক যুগ পর সেই পদ্মা সেতুর একটি ছবি সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১ মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর’ উদ্যাপন অনুষ্ঠানের শেষে ফ্রেমে বাঁধাই করা ছবিটি ম্যালপাসের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাংকের প্রধানের হাতে প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর ছবি তুলে দেওয়ার সেই স্থিরচিত্রটি স্বাভাবিকভাবেই দেশে ব্যাপক আলোচিত হয়। সেটি ছিল মূলত একটি আঁকা ছবি।
আজ সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক সাংবাদিক বিশ্বব্যাংকের প্রধানের হাতে পদ্মা বহুমুখী সেতুর পেইন্টিং তুলে দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘পেইন্টিং আমরা এ জন্য নিয়ে গেছি যে, আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, তাঁরা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন—সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয়, আমাদের কাছে চাইতে পারবেন। আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটি হচ্ছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় জায়গাটা হলো, পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে…।’