Ajker Patrika
হোম > জাতীয়

ওবায়দুল কাদেরের ভাইয়ের প্রার্থিতা আপিল বিভাগে বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওবায়দুল কাদেরের ভাইয়ের প্রার্থিতা আপিল বিভাগে বহাল 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই মো. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণ নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরীর করা আবেদন খারিজ করে দেন আদালত। 

এর আগে ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়। 

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেয়ারম্যান পদের অপর প্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আপিল বিভাগে আবেদন করেন। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। 

শাহাদাত হোসেন হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় গত ৫ মে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। 

গোলাম শরীফ চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন শেখ মোহাম্মদ মোরশেদ ও আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক। 

শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল হক। সঙ্গে ছিলেন তামান্না ফেরদৌস। আগামী ২৯ মে ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নতুন রাজনৈতিক শক্তির জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ

পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ ইসলাম

৯ দপ্তরে নতুন সচিব

সন্ত্রাসীদের থানাভিত্তিক হালনাগাদ তালিকা হচ্ছে

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

চাকরিতে ফেরার সুযোগ পেলেন ৮২ নির্বাচন কর্মকর্তা

যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক চলছে

সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

সারা দেশে র‍্যাবের ২১৮ টহল দল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি