হোম > জাতীয়

আপনি নিজে মন্ত্রী, সিন্ডিকেট থামান: শিল্প প্রতিমন্ত্রীকে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, এমন মন্তব্য করায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘নিজে মন্ত্রী, সিন্ডিকেট নিজে থামান। এগুলো বললে নিজের গায়ে আসে।’

আজ শনিবার রাজধানীর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার শেষ সময়ে মঞ্চে থাকা কামাল আহমেদ মজুমদারকে উদ্দেশ করে এ কথা বলেন ওবায়দুল কাদের। তবে কামাল আহমেদ মজুমদার এর কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। 

গত বৃহস্পতিবার রাজধানীতে হওয়া এক কর্মশালায় কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি অনেককে দেখেছি, বাজার করতে গিয়ে কাঁদছেন। কারণ বাজারের যে অবস্থা, তাঁর পকেটে সে টাকা নেই। এটার একমাত্র কারণ সিন্ডিকেট।’ 

অনুষ্ঠান মঞ্চে ওবায়দুল ঢাকা মহানগর উত্তরের থানা এবং ওয়ার্ড সম্মেলনের পরেও এখনো কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মঞ্চে উপস্থিত সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঙ্গে কথা বলেন তিনি। সবশেষে তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে কমিটি দিবে।’

দেশবিরোধী ষড়যন্ত্র: এবার গুলশান থানার মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

১৭৫ থেকে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

যাত্রীদের মালপত্রের নিরাপত্তায় শাহজালালে বডি ক্যামেরা পরবেন ট্রাফিক স্টাফরা

দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য আকর্ষণীয় সুযোগ

জনশক্তি রপ্তানিতে সংকট তৈরি হয়েছে দালাল চক্রের কারণে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতে বিজয় দিবসে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন: আদিলুর রহমান

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা