হোম > জাতীয়

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র-কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের মানববন্ধন

দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় গত মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তাঁরা মানববন্ধন করেন। 
 
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

একই দাবিতে মানববন্ধন করেছে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অব আইওয়া (বিএসএইউআই), বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি কলেজ স্টেশন।

এ ছাড়া, কানাডার নিউফাউন্ডল্যান্ড মেমোরিয়াল ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে। এর বাইরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্টেট লাইব্রেরির সামনে বিক্ষোভ করে বাংলাদেশি ছাত্র কমিউনিটি।

মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়তে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁরা জাতীয় পতাকাসহ নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন থেকে কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন