নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ মারা গেছেন। আজ সোমবার বিকেলে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার বলেন, আজ বিকেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি।
নব্বইয়ের ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফী আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপর আওয়ামী লীগে যোগ দেন।
শফী আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ছিলেন। পরে দলটির মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য হোন।
২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। তবে মনোনয়ন ফরম বাতিল হয়ে যায়।