বিশেষ প্রতিনিধি, ঢাকা
সৌদিতে যাওয়ার জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ওমরাহ বা পবিত্র হজ পালনে এবং ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং ভ্রমণকালে তা সঙ্গে রাখতে হবে।
সৌদি আরবগামী যাত্রীদের জন্য এই নির্দেশনা দিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর এরই মধ্যে দেশটিতে ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে বিষয়টি জানিয়ে দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গতকাল সোমবার দেশের সব এয়ারলাইনস এবং বিমানবন্দর-সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনার বিষয়ে চিঠি দেন। নির্দেশনায় বলা হয়েছে, যাঁরা ওমরাহ বা হজ করতে অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে যাবেন, তাঁদের সবার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে যাওয়ার কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এক বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন, তাহলে সৌদি আরবে প্রবেশে তাঁকে নতুন করে টিকা দিতে হবে না।
এই টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিওর টিকা নেওয়ারও আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক।
চীনসহ পাশের দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এরই মধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী ১৩ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনায় এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।
বিমানবন্দরের যাত্রী, কর্মী ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। যদি কারও জ্বর, কাশি, শ্বাস ছোট হওয়ার মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয়, সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে।