হোম > জাতীয়

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদপ্রত্যাশীদের বিষয়ে প্রধানমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪০ তম বিসিএসের অপেক্ষমাণ তালিকায় থাকা নন-ক্যাডার পদপ্রত্যাশীদের নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আজ মঙ্গলবার পাঠানো এই চিঠির একটি কপি আজকের পত্রিকার হাতে এসেছে। 

চিঠিতে বলা হয়েছে, ৪০ তম বিসিএস পরীক্ষায় ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয় এবং ৮ হাজার ১৬৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয় মর্মে অবহিত করা হয়েছে। নন-ক্যাডার তালিকাভুক্ত ওই প্রার্থীরা চাকরির জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য পাঠানো হলো। 

পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে তিন দিন ধরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন করছেন ৪০ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। 

তাঁদের দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪ তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে; করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে; যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮ তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা