হোম > জাতীয়

উপসচিব পুলে কোটা: জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন প্রশাসন ক্যাডাররা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এই ক্যাডারের কর্মকর্তারা দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্লার নেতৃত্বে কর্মকর্তারা তাঁদের দাবি-দাওয়া জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। ঢাকার মধ্যে যেসব কর্মকর্তাদের অফিস, তাঁদের অনেকেই সচিবালয়ে এসেছেন। জনপ্রশাসন সচিবের কক্ষে ২০-২৫ জন কর্মকর্তা অবস্থান নিয়েছেন। অন্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান করছেন।

গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তাঁরা।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সব অফিসে এক ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

আন্তক্যাডার বৈষম্য নিরসনে উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

অন্যদিকে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে জাতিসংঘ

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজে অসন্তুষ্ট আহতরা

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণেরা প্রভাব ফেলবে: তথ্য উপদেষ্টা নাহিদ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানি: আপাতত ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

সেকশন