গত দেড় দশকে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার প্রসিকিউশনের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে।
বাকিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
তবে গ্রেপ্তারের স্বার্থে পরোয়ানা জারি হওয়া অপর আসামিদের নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।