অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।