হোম > জাতীয়

উপাত্ত সুরক্ষা আইনে লঙ্ঘন হবে ব্যক্তির তথ্যের গোপনীয়তা: টিআইবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই আইনেরও যথেষ্ট অপপ্রয়োগ হবে। ব্যক্তির তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হবে সরকারের মদদে।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ (খসড়া) নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম লিখিত বক্তব্যে জানান, উপাত্ত সুরক্ষা আইন হওয়ার পর সরকারের মত বা অবস্থানের বিরুদ্ধে গেলে যেকোনো সংস্থার সার্ভারে ঢুকবার, উপাত্ত মুছে ফেলার এবং উপাত্ত প্রক্রিয়া করার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনা ঘটবে। ফলে সরকারের ব্যক্তির ওপর নজরদারির ক্ষমতা, এর অপপ্রয়োগ এবং মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উপাত্ত সুরক্ষা আইন মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করবে। এই আইনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। আইনের শিরোনাম উপাত্ত সুরক্ষা আইনের পরিবর্তে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন হওয়া উচিত। মানবাধিকারের অন্যতম উপাদান ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা। আইনের খসড়ায় ব্যক্তিগত তথ্য কী তার সংজ্ঞা দেওয়া হয়নি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ মঞ্জুর-ই-আলম বলেন, আইনের আওতায় মানুষের ব্যক্তিগত তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজে পর্যন্ত সরকারের প্রবেশাধিকার তৈরি হবে। এই আইন ব্যবহার করে গণমাধ্যমের শুধু কণ্ঠরোধ না, পঙ্গু বানিয়ে দিতে পারবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা