হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’-এর গতি ফিরিয়ে আনার দাবি করেছে ন‍্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন। তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি আদায়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের দাবি জানায়। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব খ ম আমীর আলী বলেন, ‘বিগত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায় জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই।’ 

খ ম আমীর আলী আরও বলেন, ‘১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি সংগঠন উপহার দিয়েছেন, যার নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা সেই বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর দেওয়া পবিত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অতিসত্বর ফেরত দেওয়ার বিনীত নিবেদন করছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আ. মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. সালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোছাম্মৎ রুবিনা খান, বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা