Ajker Patrika
হোম > জাতীয়

সারা জীবন আ.লীগের সুবিধাভোগী কর্মকর্তাও কেঁদে বলে সে বঞ্চিত: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক

সারা জীবন আ.লীগের সুবিধাভোগী কর্মকর্তাও কেঁদে বলে সে বঞ্চিত: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

সরকারের চ্যালেঞ্জের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু যত মানুষকে দেখি সব হচ্ছে দাবিদাওয়া ভিত্তিক। যে পদোন্নতি, বেতন বঞ্চিত, খারাপ জায়গায় বদলি করা হয়েছিল। বেতন বাড়াতে হবে, রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীর দাবিদাওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে কেউ আসে না।’

উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের ৩০ শতাংশ সময় যায় ব্যক্তিগত দাবিদাওয়া পূরণে। সবাই এসে বলে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয়, বলে আমিও বঞ্চিত। এখন আমি কাজ কী করব বলেন!’

আজ শনিবার খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘ঐক্য হচ্ছে সরকারের স্বীকৃতি। এখানে কোনোভাবে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে, ১৫ বছর কী দোজখে ছিলাম সেটা মনে রেখে ঐক্যবদ্ধ থাকেন। ছোটখাটো মতভেদ থাকবে, সেটা যেন অনৈক্য পর্যায়ে পর্যবসিত না হয়।’

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এ আইন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সাইবার বুলিং কেন রাখলাম? পুলিশকে বিনা পরোয়ানায় তদন্তের দায়িত্ব কেন দেওয়া হবে। পুলিশকে বিনা পরোয়ানায় যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো হলো কম্পিউটার রিলেটেড অপরাধ, দুইটা বক্তব্য সম্পর্কিত সেটার ক্ষেত্রেও বলা আছে এ মামলাগুলো হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারকের কাছে নথি দেবে। তাঁর কাছে মামলার সারবস্তু নেই মনে হলে সঙ্গে সঙ্গে খারিজ করে দিতে পারবেন। তদন্ত পর্যায়েও যাবে না। এ মামলার ডিলে হলে সাইবার সিকিউরিটি আইনে হওয়া মামলা প্রত্যাহারের দেরি হবে।’

সরকারের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগের সরকারের মতো কোনো অন্যায় উদ্দেশ্যে খবরদারি করি না। আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না। আমাদের মধ্যে অসততা পাবেন না। আমরা সম্পদের হিসাব দেব। যেদিন আমার মেয়াদ শেষ হবে সেদিন দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তন্ন তন্ন করে তদন্ত করবেন। সাধারণ মানুষও তদন্ত করবেন।’

তিনি বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। আমাদের সমালোচনা করবেন। কিন্তু শেখ হাসিনা সরকারের যেভাবে সমালোচনা করতেন ওইভাবে কইরেন না। একটু মায়া নিয়ে কইরেন!’

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা