Ajker Patrika
হোম > জাতীয়

কলেজছাত্রীকে বিয়ে: আপনি নৈতিকভাবে ঠিক করেননি, মুশতাককে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কলেজছাত্রীকে বিয়ে: আপনি নৈতিকভাবে ঠিক করেননি, মুশতাককে হাইকোর্ট

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের বেঞ্চ তাঁর আগাম জামিন আবেদন ফেরত দেন।

এর আগে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন খন্দকার মুশতাক। শুনানিতে হাইকোর্ট মুশতাককে জিজ্ঞেস করেন, ‘আপনি কি বিবাহিত?’ জবাবে মুশতাক বলেন, ‘হ্যাঁ। তবে, সেই সংসার অনেক আগেই ভেঙে গেছে।’ এ সময় হাইকোর্ট বলেন, ‘ছাত্রীকে বিয়ে করে নৈতিকভাবে কাজটি ঠিক করেননি।’ এ সময় তাঁর আইনজীবী সোহরাব হোসেন বলেন, ‘এই মামলার অপর আসামিকে জামিন দিয়েছেন অপর একটি বেঞ্চ।’ এ সময় আদালত বলেন, ‘আমাদের বেঞ্চ এ জামিন শুনতে আগ্রহী নয়।’ পরে তাঁর আইনজীবী আবেদন ফেরত দেওয়ার আবেদন করলে তা ফেরত দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। আর এতে সহযোগী হিসেবে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আসামি করা হয়।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, তাঁর মেয়ে মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভিকটিমকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে আনতেন। খোঁজখবর নেওয়ার নামে আসামি ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কয়েক দিন পর আসামি মুশতাক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ভিকটিমকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে এবং তাকে ও তার পরিবারকে ঢাকাছাড়া করবেন বলে হুমকি দেন মুশতাক।

এ বিষয়ে বাদী প্রতিকার চাইতে গেলেও কোনো সহযোগিতা করেননি অধ্যক্ষ; বরং আসামি মুশতাককে অনৈতিক সাহায্য করে আসতে থাকেন। এরপর বাদী জানতে পারেন আসামি ভিকটিমকে একেক দিন একেক স্থানে রেখে অনৈতিক কাজে বাধ্য করেছেন এবং যৌন নিপীড়ন করেছেন।

আরও পড়ুন:

ধর্ষণ মামলার বিচারের সময় কমাতে খসড়া

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

শাপলা-শাহবাগের কর্মীরা কমরেডস হয়েছিল বলেই হাসিনার পতন ঘটেছিল: মাহফুজ আলম

পুলিশের সেই ৮৮ এসআই নিয়োগের পথ খুলল

কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগপর্যন্ত এনআইডি ইসির অধীনেই থাকবে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি: প্রেস সচিব

বেক্সিমকো চলবে নিজস্ব ব্যবস্থাপনায়, হাইকোর্টের রায়

সাংবাদিকদের বেসিক বেতন ৩০-৪০ হাজার টাকা করতে হবে: শফিকুল আলম

১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না

৮ নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনটি ভুয়া, ফেসবুকে প্রেস সচিব