Ajker Patrika
হোম > জাতীয়

আসিয়ান দূতদের মিয়ানমার সীমান্ত পরিস্থিতি জানাল সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আসিয়ান দূতদের মিয়ানমার সীমান্ত পরিস্থিতি জানাল সরকার

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের সেনাদের মর্টার শেল ও মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনার বিষয়ে ঢাকায় আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছে সরকার।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খোরশেদ আলম সীমান্তে জানমালের হুমকি সৃষ্টি হওয়ার বিষয়ে দূত ও কূটনীতিকদের সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশের উদ্বেগের কথা জানান।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও ব্রুনাইয়ের দূত ও কূটনীতিকেরা ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন।

মিয়ানমার আঞ্চলিক এই জোটের সদস্য হলেও সেই দেশের রাষ্ট্রদূতকে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

সীমান্তে মাসখানেক ধরে গোলাবর্ষণ করছে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ কয়েকটি মর্টার শেল বাংলাদেশে এসে পড়েছে। মর্টার শেলে প্রাণ হারিয়েছেন বাংলাদেশে আশ্রিত এক রোহিঙ্গা। আর সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন বাংলাদেশি এক নাগরিক।

এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ পর্যন্ত চার দফা ডেকে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সে বিষয়টিও আসিয়ানের দূতদের অবহিত করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খোরশেদ আলম।

রাষ্ট্রদূতেরা শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের কৌশলের প্রশংসা করেছেন বলে বৈঠকে উপস্থিত এক কূটনীতিক জানিয়েছেন। 

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

খাবার ও পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা

গুমের শিকার ৩৩০ জনের ফেরার আশা ক্ষীণ: কমিশন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

স্কুলে ভর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের কোটার আদেশ বাতিল

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম