Ajker Patrika
হোম > জাতীয়

ময়মনসিংহ-৩: স্থগিত আসনে জিতলেন নৌকার প্রার্থী নিলুফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ-৩: স্থগিত আসনে জিতলেন নৌকার প্রার্থী নিলুফার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম বিজয়ী হয়েছেন। তিনি মোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা মোট ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬টি।

নৌকার প্রার্থী নিলুফার আনজুম ২ হাজার ৩৭৫ ভোটে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। 

সকাল থেকে ওই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৭৬ জন। ছবি: আজকের পত্রিকাময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। স্থগিত হওয়া এই ভোটকেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট। 

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ছয়টি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। পরদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কবার্তা

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাদ্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

হাসিনার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে: চিফ প্রসিকিউটর

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা