নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসনাত আবদুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি স্ট্যাবল আছেন, কয়েক দিন পর্যবেক্ষণে রাখতে হবে।’
সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের মধ্যে সংঘর্ষে হাসনাত আবদুল্লাহ আহত হন। পরে হাসনাত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রোববার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘হাসনাতের জ্ঞান ফিরেছে। আশা করি, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।’