হোম > জাতীয়

দক্ষতা ছাড়া দেশে-বিদেশে কোথাও মর্যাদা নেই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ দক্ষতা ছাড়া দেশে-বিদেশে কোথাও মর্যাদা নেই। 

আজ বৃহস্পতিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা একেকজন বাংলাদেশের প্রতিনিধি। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে। আর খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম হবে। আপনারা দেশের সুনাম বয়ে আনবেন এটিই প্রত্যাশা। দেশের সুদিন, দুর্দিনে মানুষের পাশে থাকবেন। বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে টাকা পাঠাবেন। আপনাদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।’ 

বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, যাদের ভাষাগত যোগ্যতা আছে তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় ইন্টার্ন করে দক্ষতা অর্জন করে। ৩ বছরের সফল ইন্টার্ন শেষে জাপানি কোম্পানিতে ৫ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে। এ ৫ বছর শেষ হলে সারা জীবন দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে। 

তিনি বলেন, জাপানে আইন পাস হয়েছে তাঁরা দক্ষ কর্মী ছাড়া কর্মী নেবে না। তাই টিটিসিতে এন ফোর ল্যাঙ্গুয়েজ লেভেল পাস করতে হবে। টিটিসি সেভাবেই তৈরি করছি। এসব কর্মীদের ৩ বছর ইন্টার্ন শেষে দেশে ফিরলে ৬ লাখ জাপানি ইয়েন দেওয়া হয় বলেও তিনি জানান। 

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রোগ্রামের আওতায় বিএমইটির মাধ্যমে ইতিপূর্বে ৫৮৪ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে জাপানে গমন করেছেন। তারা জাপানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জাপানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করে দক্ষতা অর্জন করেছে। বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে এ দেশের আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখছেন। এরই ধারাবাহিকতায় বিনা খরচে আজ আরও ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) জাপানে গমন করবে।

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সেকশন