হোম > জাতীয়

করোনা অর্থবছরে বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ১৯৯৮ সালে চালু হওয়ার পর এখন পর্যন্ত যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা। রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য সংসদকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ২০২০-২০২১ অর্থবছরের মে মাস পর্যন্ত টোল আদায় হয়েছে ৫৯৪ কোটি ৮৬ লাখ। গত বছরের মার্চ মাসের মাঝামাঝিতে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর দেশে দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি ছিল। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে টোল আদায় হয়েছিল ৫৭৫ কোটি ৩৪ লাখ টাকা।

সেতুমন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরে পরিচালন, রক্ষণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৪ হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা।

ওবায়দুল কাদের জানান,৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ২০০৮ সালে চালুর পর থেকে ১৬১ কোটি ১১ লাখ টাকার টোল আদায় হয়। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরের মে মাস পর্যন্ত টোল আদায় হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে ১৭ কোটি ৮৯ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা