হোম > জাতীয়

তালেবান জনগণের সরকার হলে গ্রহণ করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানে যদি তালেবান সরকার গঠন করে। আর সেই সরকার যদি জনগণের সরকার হয়। তবে সেই সরকারকে গ্রহণ করবে বাংলাদেশ। 

আজ সোমবার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সরকারের সঙ্গে কাজ করবে। যে সরকারই আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইবে, আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। 

তালেবান যদি সরকার গঠন করে তবে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, তালেবান সেখানে সরকার গঠন করেছে। যদি জনগণের সরকার হয়, অবশ্যই আমরা গ্রহণ করব। 

তালেবানের সঙ্গে যোগ দিতে বাংলাদেশিদের আফগানিস্তানে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে–এ প্রসঙ্গে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু সন্ত্রাসী আমাদের দেশে ছিল। তাঁরা আফগান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আমরা সেগুলোকে উচ্ছেদ করছি। এখন আমাদের দেশে কোনো সন্ত্রাসী আর নেই। আশা করি, নতুন করে কোনো সন্ত্রাসী তৈরি হবে না। 

তিনি বলেন, আফগানিস্তান আমাদের সার্কের সদস্য। আমাদের বন্ধু দেশ। আমরা চাই, তাঁদের উন্নতি হোক। আমরা চাই, সবাইকে নিয়ে একত্রে উন্নয়ন। নতুন যে সরকারই আসুক, সেটি জনগণের সরকার যদি হয়, আমরা তাকে গ্রহণ করব।

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

বাধা ও হস্তক্ষেপে কাজ করতে পারছে না পুলিশ

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল অন্তর্বর্তী সরকার

৫ আগস্টের পর থেকে পুলিশের গাড়ির সংকট

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিল সরকার

সংস্কারের স্থায়িত্ব বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল: প্রধান বিচারপতি

দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে: প্রধান উপদেষ্টা

শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হাইকোর্টের রুল

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড