হোম > জাতীয়

সাকিবের খামারকে ঋণের টাকা ফেরতে ৩০ দিনের নোটিশ

অনলাইন ডেস্ক

সাকিব আল হাসানের এগ্রো ফার্ম। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের মালিকানাধীন ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর কাছে আটকে থাকা ঋণের টাকা ফেরতে ৩০ দিনের আলটিমেটাম দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ব্যাংকটি পাওনা টাকা আদায়ে নানা চেষ্টা করে আসছিল। কিন্তু কোনোভাবে টাকা ফেরতে দিচ্ছিল না কোম্পানিটি। বাধ্য হয়ে ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে পাওনার ৪ দশমিক ১৪ কোটি টাকা শোধ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে পরিশোধ না হলে কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ব্যাংক কর্তৃপক্ষ।

লিগ্যাল নোটিশে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম চলমান রয়েছে সাতক্ষীরা জেলায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১ দশমিক ৫০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। পরবর্তীকালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে স্থানান্তর করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ঋণ পরিশোধের জন্য এবার ৩০ দিনের সময়সীমা বেঁধে দেয় ব্যাংকটি।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম’। ২০২১ সাল থেকে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এখন সুদে-আসলে বর্তমানে সাকিবের কোম্পানির কাছে মোট পাওনা ৪ দশমিক ১৪ কোটি টাকা।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ