হোম > জাতীয়

এবার ভয়ংকররূপে ডেঙ্গুর নতুন ধরন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার অব্যাহত তাণ্ডবে অসহায় রাজধানীসহ সারা দেশের মানুষ। আর রাজধানীবাসী ডেঙ্গুর প্রকোপে নাকাল। এরই মধ্যে করোনাভাইরাসের মতো ডেঙ্গুরও কয়েকটি ধরন শনাক্ত হয়েছে। এর একটি ধরনের নাম ডিইএনভি-৩। ২০১৭ সালে সর্বপ্রথম এটি শনাক্ত হলেও এবারই প্রথম সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ঢাকার ২০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্স করে সবার শরীরেই এই ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

শুধু তাই নয়, নতুন এই ধরনটি দ্বারা বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা। এই ধরনে আক্রান্তদের দ্রুত শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, কমে আসছে রক্তের প্লাটিলেট। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল রোববার বিসিএসআইআরের পক্ষ থেকে সেই গবেষণার ফল প্রকাশ করা হয়। গবেষণায় সাতজন বিজ্ঞানী অংশ নেন।

জিনোম সিকোয়েন্সের তথ্য তুলে ধরে বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, গবেষণায় বিশ্লেষণ করা ২০টি নমুনায় পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়, ডেঙ্গু ভাইরাসের ডিইএনভি-৩ অর্থাৎ সেরোটাইপ-৩-এর অন্তর্গত। ডেঙ্গু ভাইরাস ফ্লাভিভাইরাস গ্রুপের অন্তর্গত একটি পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস। ডেঙ্গুর চারটি সেরোটাইপ, যা ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪-এর মাধ্যমে প্রকাশ করা হয়। এই ভাইরাসের সেরোটাইপের মধ্যে ৬৫-৭০ শতাংশ এমিনো অ্যাসিড সিকোয়েন্স মিল আছে। ভাইরাসটি মশার মাধ্যমে ছড়ায় এবং একই মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

তিনি বলেন, ২০১৭ সালে ডিইএনভি-৩ শনাক্ত হলেও সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করে এক বছর পর। ২০১৯ সালে এসে এটি আরও ভয়ংকর আকার ধারণ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে প্রায় ৪০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। ওই বছর ২৯ জনের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪০ জন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সি বলেন, করোনার মতো ডেঙ্গুর ধরনও রূপ পাল্টাচ্ছে। ভবিষ্যতে ডিইএনভি-৫ ও ৬ আসতে পারে। ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে এই গবেষণা সেটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন এই চিকিৎসক।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন