Ajker Patrika
হোম > জাতীয়

ন্যায্য বেতন স্কেলসহ পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যায্য বেতন স্কেলসহ পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের ৪ দফা দাবি

ন্যায্য বেতন স্কেল প্রদানসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে অতি দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন; স্থায়ী ও যথাযথভাবে পদ সংরক্ষণ; চাকরিরত অধিকার আদায়ের স্বার্থে দায়ের করা নিয়মতান্ত্রিক মামলার বাদীপক্ষকে অমানবিক হয়রানি বন্ধ ইত্যাদি। 

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাকিরুন্নেছা সুমী বলেন, ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এফপিআই ও এফডব্লিউএ ২৮ হাজার কর্মচারী উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। তখন থেকে আজ অবধি ২৫ বছর পার হলেও এখনো স্থায়ীকরণ ও পদ সংরক্ষণ হয়নি, নেই কোনো নিয়োগবিধি, সরকারি কর্মচারী শুধু নামে মাত্র। 

সুমী বলেন, ‘উন্নয়ন খাতে বেতন দিয়ে চলে ২৮ হাজার এফপিআই এফডব্লিউএর রাজস্ব খাতে বেতন। আমরা বর্তমানে খুবই আশঙ্কাজনকভাবে আছি। যেকোনো সময় জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের আইনানুগভাবে বেতন বন্ধ করে দিতে পারে। দীর্ঘ ২৫ বছর ধরে আমাদের দাবি-দাওয়া নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধরনা ধরলেও তাদের উদাসীনতার কারণে আমরা সরকারের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’ তিনি বলেন, ‘নিরুপায় হয়ে দাবি আদায়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। এর পর থেকে এফপিআই এফডব্লিউএদের পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌখিকভাবে কর্মস্থলে অতিরিক্ত চাপ, হয়রানি করে যাচ্ছে। মৌখিকভাবে রিট হতে সরে আসার জন্য হুমকি দিচ্ছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শর্তাবলিকে তোয়াক্কা না করে একের পর এক এই ভাসমান কথিত রাজস্ব খাতে এফপিআই এফডব্লিউএ নিয়োগ দিয়ে চলেছে।

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে

লাইসেন্স ছাড়াই ৩৫ হাজার মোটরযান মেরামত কারখানা

সৈয়দ জামিল আহমেদের বিবৃতির উত্তরে যা বলল সংস্কৃতি মন্ত্রণালয়

আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন: অমর্ত্য সেন

বিদ্যুতের অপচয় কমাতে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা