হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে আহতেরা সারা জীবন চিকিৎসা সহায়তা পাবেন: ফারুক-ই আজম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবন চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আজ রোববার সচিবালয়ে ছয়জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানে আহতদের সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ। তাদের বিষয়টি অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’

গণ-অভ্যুত্থানের আহতেরা চিকিৎসা সহায়তার দাবিতে গতকাল শনিবার মধ্যরাতে এবং রোববার সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা এই সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি সপ্তাহের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। ওই নীতিমালার আওতায় নিহতদের পরিবার ও আহতদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে।

ফারুক-ই আজম বলেন, আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামীতেও মানুষকে অনুপ্রাণিত করে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সভায় উপস্থিত ছিলেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ