নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীদের দেশ থেকে পলায়ন রোধে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এতে আটক করা হয়েছে ৪ জনকে। আটককৃতরা হলেন—রাজশাহী সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী (৫০) ও তাঁর ভাইয়ের ছেলে নাজমুল হোসেন (৩৪), সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার।
আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে একজন, যশোরের বেনাপোল আইসিপি থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে দুইজনসহ মোট চার জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানায় বিজিবি।