হোম > জাতীয়

মিয়ানমারে তো নয়, উনি ভারতে গেছেন, শিগগিরই ফিরবেন: নিখোঁজ এমপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘সংসদ সদস্য পাশের দেশ ভারতে গেছেন, এসে পড়বেন।’ আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ঝিনাইদহ থেকেই কলকাতায় গিয়েছেন বলে শুনেছি। তাঁর মেয়েরা বলেছেন, তাঁর আর খোঁজ-খবর নেই। ইনশাআল্লাহ তিনি চলে আসবেন।’ 

তিনি বলেন, ‘পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না যে মিয়ানমার গেছেন, যেখানে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।’ 

মন্ত্রী বলেন, ‘আমাদের এসএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরোনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন।’ 

এ দিকে রোববার বাবার সন্ধান পেতে ডিবি কার্যালয়ে সহযোগিতা চেয়েছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফোন নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে।’ 

হারুন অর রশীদ বলেন, ‘১৬ তারিখ ভোরে আনারের নম্বর থেকে এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে ফোন দেওয়া হয়। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তাঁর অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’ 

তিনি আরও বলেন, ‘ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ট সহায়তা করছে।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা