হোম > জাতীয়

আফগানিস্তানে আটকে পড়াদের সংখ্যা জানে না বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানে আটকে পড়া নাগরিকের সংখ্যা জানা নেই বাংলাদেশের। কারণ, বাংলাদেশের সেখানে কোনো দূতাবাস নেই। পাশের দেশের দূতাবাস থেকে আফগানিস্তান দেখাশোনা করা হয়। আর আটকে পড়া বাংলাদেশিরা নিজেদের খোঁজ মিশনকে দেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান তিনি।

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে যেসব বাংলাদেশি সেখানে ছিলেন, ছয় সপ্তাহ আগে তাদের বলেছিলাম, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। আমাদের আগে থেকেই ধারণা ছিল, কোনো একটা ঝামেলা হবে। ব্র্যাক তাদের কিছু মানুষ নিয়ে এসেছে। কিন্তু অনেকে থেকে গেছেন সেখানে। এখন তাদের সেখান থেকে আমরা আনার চেষ্টা করছি।’

যেসব বাংলাদেশি বিমানবন্দরে আটকে আছেন তাঁদের কী হবে জানতে চাইলে আবদুল মোমেন বলেন, ‘কীভাবে কী করব, তা বলতে চাচ্ছি না। কারণ আফগানিস্তানের পরিস্থিতি খুবই তরল এ মুহূর্তে। তাদের বের করে নিয়ে আসার বিষয়ে আমরা বেশি একটা আওয়াজ করতে চাই না। দেখা গেছে তাদের আটকায় দেবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।’ এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখার পরামর্শ দেন তিনি।

কতজন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হয়েছেন। মোট সংখ্যা আমাদের জানা নেই। আফগানিস্তানে আমাদের মিশন নাই। উজবেকিস্তানের মিশন আফগান দেখভাল করে। বাংলাদেশিরা তাসখন্দে খবর দেয় না, কে কোথায় রয়েছেন।’

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান অনেক দিন ধরেই একটু ভালনারেবল অবস্থায় রয়েছে। এর মধ্যে আবার ওখানে যায় লোকজন বেড়াতে। আই ডোন্ট নো। যাই হোক দে উইল ম্যানেজ। গভর্নমেন্টের অল সাপোর্ট আছে। যেভাবে যার ফিরে আসা উচিত, সেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া চূড়ান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি গতকালের সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদান ও দক্ষিণ আফ্রিকার সফরের বিষয়টিও তুলে ধরেন।

শিশু ধর্ষণের বিচারে হচ্ছে ট্রাইব্যুনাল

জাতীয় সম্প্রচার কমিশন গঠনে হাইকোর্টের রুল

ধর্ষণকে ধর্ষণই বলতে হবে, ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দায় প্রধান উপদেষ্টার কার্যালয়

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

ধর্ষণকে ধর্ষণই বলতে হবে: শিশু সুরক্ষাবিষয়ক ৫ এনজিও

যুক্তরাষ্ট্র সফরে বিমানবাহিনী প্রধান

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে

এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে যেসব চ্যালেঞ্জ দেখছেন নতুন শিক্ষা উপদেষ্টা

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সব বিমানবন্দরে চালু হতে পারে