হোম > জাতীয়

বরিশালে থাকা রোগীদের অবস্থা তুলনামূলক ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিনিধি

ঝালকাঠিতে নদীর বুকে লঞ্চে লাগা আগুনে দগ্ধ ৮১ জনের চিকিৎসা হচ্ছে বরিশাল মেডিকেল হাসপাতালে। তাঁরা তুলনামূলক ভালো আছেন। দুর্ঘটনায় আহতের মধ্যে ১০ জনকে ঢাকায় আনা হয়েছে তাঁদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেন, আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিভাগীয় শহরেও পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হচ্ছে। সেখানে আইসিইউ, এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসা হবে। সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরে আরও দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে, যাতে তাদের ঢাকামুখী হতে না হয়। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ সফরে ছিলাম। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছি। বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছে, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে অনেক লোক মারা গেছে। এই দুর্ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি রয়েছে ৮১ জন, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় যারা আসছে, তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আর বরিশাল মেডিকেলে যারা আছে, তারা কিছুটা ভালো আছে। এ জন্য তাদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউট থেকে সাত সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে। চিকিৎসা সরঞ্জামও পাঠানো হয়েছে। চিকিৎসার কোনো ঘাটতি হবে না।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা